ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এতে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা পর থেকে যাত্রাবাড়ীতে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় ছড়িয়ে পড়ে।
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর রাবার বুলেটে দুই পথচারী আহত হয়েছেন।
এদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। এতে আন্দোলনকারীরা পিছু না হটে উল্টো ইটপাটকেল ছুড়তে থাকে।
সকাল থেকে রায়েরবাগ ও শনিরআখড়া এলাকায় যান চলাচল বন্ধ করে দেন আন্দোলকারীরা। বিভিন্ন পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলকারী শিক্ষার্থীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।