Apan Desh | আপন দেশ

দূরপাল্লার বাস চলছে ৫টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ২৪ জুলাই ২০২৪

দূরপাল্লার বাস চলছে ৫টা পর্যন্ত

ফাইল ছবি

দূরপাল্লার বাস রাজধানী থেকে ছাড়ছে। বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।

আজ সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চল অভিমুখে বাসগুলো ছেড়ে যাচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সকাল নয়টা থেকে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২০০ জনের মতো নিহত ও অসংখ্য আহতের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বেসামরিক প্রশাসনকে এখনো সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা শিথিল করা হয় কারফিউ। পরদিন তিন ঘণ্টা শিথিল ছিল। তবে জেলাভেদে এ বিরতি কমবেশি হয়েছে।

সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেয়া হয়েছে। রফতানিমুখী পোশাক কারখানাগুলোও খুলেছে। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়