Apan Desh | আপন দেশ

শুক্র-শনিবার চার জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ২৬ জুলাই ২০২৪

শুক্র-শনিবার চার জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের কারণে জারি করা কারফিউ রাজধানীসহ চার জেলায় বহাল রয়েছে। তবে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে। আগামীকালও একই সময়ে কারফিউ শিথিল রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মতাদের সঙ্গে বৈঠক শেষে কারফিউ শিথিলের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, অন্যান্য জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। 
এর আগে বৃহস্পতিবার ও বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেফতার না হওয়া পর্যন্ত চিরুনি অভিযান চলবে। 

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘিরে গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়