Apan Desh | আপন দেশ

৭দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল কমেছে ৬ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২৭ জুলাই ২০২৪

আপডেট: ২১:১৮, ২৭ জুলাই ২০২৪

৭দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল কমেছে ৬ কোটি

ফাইল ছবি

কোটা আন্দোলন ও কারফিউর কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কমে যায়। এ কারণে বঙ্গবন্ধু সেতুতে গত এক সপ্তাহে ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকা কম টোল আদায় হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সাধারণত প্রতিদিন গড়ে এক কোটি ৯০ লাখ টাকার মতো টোল আদায় হয়ে থাকে। তবে কোটা আন্দোলনের সময় সহিংসতার কারণে মহাসড়কে যান চলাচল কমে যায়।

এতে গত ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত টোল আদায় কমে যায়। এক সপ্তাহে আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকার টোল আদায় কম হয়েছে।

আহসানুল কবীর পাভেল আরো বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়