ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে ট্রেন ফের চালুর বিষয়ে চিন্তা করছে সরকার।
রেলসূত্র জানিয়েছে, বন্ধ থাকা ট্রেন পরিষেবা চালুর বিষয়ে আজ রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হবে। কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এ বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে ।
কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এর মধ্যে ২৪ জুলাই সীমিত পরিসরে কয়েকটি পণ্যবাহী ট্রেন পরিচালনা করে রেলওয়ে। তবে ২৫ জুলাই তাও বন্ধ করে দেয়া হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।