Apan Desh | আপন দেশ

সারা দেশে আরও গ্রেফতার ৩০৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ২৮ জুলাই ২০২৪

সারা দেশে আরও গ্রেফতার ৩০৪

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতার অভিযোগে ৩০৪ জনকে গ্রেফতার করেছে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২৮ জুলাই) র‍্যাব সদর দফতরের মিডিয়া সেল থেকে খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র‍্যাব বলে, ঢাকায় ৭৭ ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করেছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালাচ্ছে। ধানমন্ডিতে তিন জামায়াত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। 

মহানগর ও জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ১১ দিনে (১৭-২৭ জুলাই) মোট গ্রেফতারের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারাও গ্রেফতার হচ্ছেন।

কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়ায় সারা দেশে। এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা করা হয়েছে। এখনো মামলা হচ্ছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়