Apan Desh | আপন দেশ

নতুন কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৩১ জুলাই ২০২৪

আপডেট: ২০:৩৯, ৩১ জুলাই ২০২৪

নতুন কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধনীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

নতুন কর্মসূচি ঘোষণার আগে বুধবার (৩১ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এ কর্মসূচি ঘোষণা দেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক নাফিজা জান্নাত।
 
এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখেন পুলিশ-বিজিবি সদস্যরা।
 
শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়