Apan Desh | আপন দেশ

ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশে আইসিটি খাত প্রশ্নবিদ্ধ: পলক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ১ আগস্ট ২০২৪

ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশে আইসিটি খাত প্রশ্নবিদ্ধ: পলক

ছবি: আপন দেশ

ইন্টারনেট বন্ধ থাকায় দেশের আইসিটি খাতের ভাবমূর্তি বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সাথে সভা শেষে এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে পুরা ইন্টারনেট যাতে বন্ধ না হয়, সেজন্য কাজ করা হবে। ব্যবসায়ীদের জন্য ইন্টারনেট সেবা সর্বদা চালু থাকবে বলেও জানান তিনি।

ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে পলক বলেন, মোবাইল গ্রাহকদের ৫ জিবি ডেটা ফ্রি দিতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে। না পেলে অভিযোগ করার পরামর্শও দেন তিনি।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়