ফাইল ছবি
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন। পরে গোলচক্কর কেন্দ্রিক সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে সহিংসতায় নিহতদের স্মরণ করে 'আমার ভাই মরল কেন', 'ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা'সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। হাজারো বিক্ষোভকারী সেখানে ৯ দফা দাবিসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। স্লোগানে প্রকম্পিত হচ্ছে মিরপুর ১০।
আন্দোলনকারীদের থেকে কয়েক মিটার দূরে মিরপুর-২ এর দিকে পুলিশ অবস্থান নেয়। পরে মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অনান্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনো বহিরাগত এসে যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।