ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি হয় সহিংসতা। এ সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন, এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে রংপুর নিহত হয় আবু সাঈদ। নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।