ছবি: সংগৃহীত
এক দফা দাবিতে শনির আখড়ার সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রোববার (৩ আগস্ট) দুপুর থেকে শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন।
সরেজমিন দেখা যায়, অবরোধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হতে থাকেন। বর্তমানে এ মহাসড়ক দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকছে না, বেরও হচ্ছে না। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।