Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ৬ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

ভিডিও থেকে নেয়া ছবি

সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সে সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৫ জুলাই) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দেয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দলমত সকলকে এক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন<> মুক্ত হচ্ছেন খালেদা জিয়া, দেশে ফিরছেন তারেক রহমান

তিনি আরও বলেন, চলমান এ ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

মো. সাহাবুদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। দেশের অর্থনিতি, প্রশাসন, শিল্প-কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কাজ করার আহবানও জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়