Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ৭ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবে। এ সরকারের আকার হতে পারে ১৫ সদস্যের। একথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, প্রফেসর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে, উনাকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে। উনি যেহেতু আগামীকাল দুপুরে দেশে ফিরবেন, সেক্ষেত্রে বিকেলেই তার শপথগ্রহণ অনুষ্ঠান একটু টাইট হয়ে যাবে। সেজন্যই রাতে শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়