ফাইল ছবি
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন নির্যাতিত সৈনিকেরা। সেইসঙ্গে ঘটনা পুনঃতদন্তের দাবিও জানান তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সীমান্তের অতন্দ্র প্রহরী সরকারি চাকরিজীবী (অব.) পরিবার সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এসব দাবি তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের দায় বহু নিরীহ সৈনিকের ওপর চাপানো হয়। হত্যাকাণ্ডের কুশীলবদের আড়াল করতে তাদের জেলখানায় পাঠানো হয়।
নির্মম এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন বক্তারা। এছাড়া পুনরায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
কোটা সংস্কার নিয়ে বক্তারা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী-জনতা, নারী-শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআরের (বিজিবি) ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।