Apan Desh | আপন দেশ

দুর্নীতিকে মেনে নেয়া হবে না: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ১০ আগস্ট ২০২৪

দুর্নীতিকে মেনে নেয়া হবে না: শিল্প উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না। সুতরাং দুর্নীতিকে মেনে নেয়া হবে না। রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) মানা হবে। শনিবার (১০ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সব কথা বলেন।

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাসসংকট সমাধানকে মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন আদিলুর রহমান খান। তিনি বলেন, গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্রজনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়