Apan Desh | আপন দেশ

নতুন ভোটারদের এনআইডি প্রিন্ট না করতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১১ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:০৪, ১১ আগস্ট ২০২৪

নতুন ভোটারদের এনআইডি প্রিন্ট না করতে ইসির নির্দেশ

ফাইল ছবি

নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রিন্ট না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটাররা যদি সশরীরে নির্বাচন অফিসে হাজির না হন। সেক্ষেত্রে এনআইডি প্রিন্ট করা যাবে না।

সম্প্রতি এনআইডি শাখার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন এনআইডি নম্বর জেনারেট বা সংশোধন হওয়ার পর ভোটাররা অনলাইন হতে এনআইডির কপি প্রিন্ট করেন। যেহেতু তারা অনলাইনে আবেদন করে থাকেন। সেহেতু অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট করবে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, নির্বাচন অফিস হতে কার্ডটি প্রিন্ট করা হয়েছে। অথচ ভোটার অনলাইনে ডাউনলোড করার চেষ্টা করছে। ফলে অনেকে আইটিতে যোগাযোগ করেন। আবার অনেকে সরাসরি অফিসে হাজির হন। অথচ কার্ডটি নির্বাচন অফিস হতে প্রিন্ট করা হয়েছে। শুধুমাত্র একটি লেমিনেটেড কার্ড সংগ্রহের জন্য ঢাকা হতে উপজেলা/জেলায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়।

এ অবস্থায়, নতুন ভোটারের এনআইডি অনুমোদন বা সংশোধোনের পর যে সব ভোটার সশরীরে উপজেলা/জেলায় হাজির হবেন না, সেসব ভোটারদের এনআইডি কার্ড প্রিন্ট না দেয়ার জন্য সকল নির্বাচন অফিসারদের অনুরোধ করা হলো। কারণ এনআইডি কার্ড একবার প্রিন্ট হলে অনলাইন হতে ভোটার আর ডাউনলোড করতে পারেন না।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়