Apan Desh | আপন দেশ

নতুন দুই উপদেষ্টা যে মন্ত্রণালয় পেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ১১ আগস্ট ২০২৪

নতুন দুই উপদেষ্টা যে মন্ত্রণালয় পেলেন

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দুজনের দফতর বণ্টন করা হয়েছে। সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম ও বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

রবিবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের দফতর বণ্টনের কথা জানানো হয়।

এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার রাতে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ নেয়ার পর তাদের বিভিন্ন মন্ত্রণালয়/দফতর ভাগ করে দেয়া হয়। এরমধ্যে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতির আদেশে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দফতর বণ্টনের বিষয়টি জানানো হয়।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়