ফাইল ছবি
আগামীকাল (সোমবার) থেকে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন।
রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে আরও বলা হয়, আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। পরে ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিনদিন পর আবার তা বন্ধ হয়ে যায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।