ছবি: সংগৃহীত
সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার। একথা বলেছেন তিনি বলেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন। তিনি বলেন, পুলিশ কাজে ফিরেছে। তাই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটবে না।
সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে সভা শেষে তিনি ব্রিফ করেন ধর্ম উপদেষ্টা।
আ ফ ম ড. খালিদ হোসেন বলেন, ওয়াকফ সম্পত্তিতে গুলোতে দুর্নীতি ও দখলার নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেয়ার হবে। হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
হজ্ব ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, হজ্বযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরো কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। হজ্বে অনিয়মের সাথে জড়িত এমন ৫০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।