Apan Desh | আপন দেশ

দুবাইতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১২ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৪০, ১২ আগস্ট ২০২৪

দুবাইতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

ছবি: আপন দেশ

সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেয়া হয়। তাদের মুক্তি জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১২ আগস্ট) মিশন চীফ মুহাম্মদ মিযানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পান ৫৭ বাংলাদেশি। গত ২০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। দুইদিন পর সোমবার তাদের তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়