ফাইল ছবি
রাজধানীর মিরপুর পুলিশ লাইনস অস্ত্রাগারে সহকর্মীর মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।
গুলিবিদ্ধ আল আমিন দারুস সালাম থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই)।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে আলামিন নামে এক পুলিশের এএসআইকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
তিনি আরো বলেন, কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনসে জমা দেয়া হয়। দুপুরে অস্ত্র আনতে সেখানে যান আল আমিনসহ অনেকে। এ সময় এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।