ফাইল ছবি
আজ পূর্ণমাত্রায় চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশের সদসদফতর।
পুলিশ সদর দফতর জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতেই কার্যক্রম আবার শুরু হয়েছে। আত্মগোপনে থাকা বেশ কিছু পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। ছয় দিন অনুপস্থিত থাকার পর গতকাল সোমবার কর্মস্থলে তাদের উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল।
পুলিশ সদস্যের উপস্থিতির ফলে পূর্ণমাত্রায় চালু করা হয়েছে জাতীয় জরুরি সেবা কার্যক্রম।
এরআগে গত এক সপ্তাহ ধরে ৯৯৯ নম্বরে কল দেয়া হলে উত্তর শোনা যেত, আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।