Apan Desh | আপন দেশ

পদত্যাগ করেছেন বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ১৪ আগস্ট ২০২৪

পদত্যাগ করেছেন বিটিআরসি চেয়ারম্যান

ফাইল ছবি

পদত্যাগ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিটিআরসির জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর লিখেছেন।

এতে মহিউদ্দিন আহমেদ বলেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং এ দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধও করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়