Apan Desh | আপন দেশ

‘জাতিসংঘের তদন্ত কমিশনকে সহায়তা করা হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ আগস্ট ২০২৪

‘জাতিসংঘের তদন্ত কমিশনকে সহায়তা করা হবে’

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতার তদন্তে জাতিসংঘ একটি অনুসন্ধানী (ফ্যাক্ট ফাইন্ডিং) দল পাঠাচ্ছে বাংলাদেশে। এ দলকে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব যেন সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়। যা পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে। এখন সিচুয়েশন এমন যে কোনো কিছু করতে গেলেই একধরনের সমালোচনা আসতে পারে। কাজেই আমরা চাইব তদন্তটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক। এ ক্ষেত্রে যা যা সহায়তা করা দরকার, আমরা সেটি করব।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। তাদের সঙ্গে গতানুগতিক আলোচনা হয়েছে। তিনি আমাদের বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

রোহিঙ্গা প্রসঙ্গে জাপানের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক খুব ভালো, সবসময়। কাজেই তাকে বলেছি আপনারা সহায়তা করুন।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, আমাদের যা অবস্থান, আমরা তো যুদ্ধ করতে যাব না কারো সঙ্গে, পারবও না। সে জন্য আমাদেরকে দেখতে হবে, এ নিষেধাজ্ঞা রেজিমের মধ্য দিয়ে আমরা যতটুকু সহায়তা করতে পারি বা সম্পর্ক রক্ষা করতে পারি, এটার সর্বোচ্চটা আমরা করতে চাই। কারণ, সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে বিরাট সহায়তা দিয়েছে। ইতিহাস অন্যরকম হতে পারত যদি তিনটা ভেটো না দিত আমাদের পক্ষে। কাজে সে কৃতজ্ঞতা আমাদের আছে। তাদের একজন নাবিকের কবর আছে এখানে। সেটাও আমি বলেছি যে তোমাদের অবদান নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবসময় শ্রদ্ধাও করি, রুশ মানুষদের আমরা বন্ধু মনে করি। তবে আমাদেরকে নিরাপদ পথে চলতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়