ফাইল ছবি
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ায় ভারতের সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৬ আগস্ট) দুই নেতার এক ফোনালাপে মোদি এ আশ্বাস দেন।
ভারতীয় দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে আরও জোরদার করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণকে সহায়তা করার ব্যাপারে ভারত সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন মোদি।
অন্যদিকে বাংলাদেশে বসবাসরত সকল হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে অন্তবর্তীকালীন সরকার গুরুত্ব দিবে বলে জানান অধ্যাপক ইউনূস।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়। তাতে উপদেষ্টা রয়েছে ২১জন।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বেশ কজন সনাতন ধর্মাবলম্বিদের বাসা-বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। সেনাপ্রধান ওয়াকার উজজামান তার বক্তব্যে বলেছেন, ২০ জেলায় ৩০টি পরিবার হামলার শিকার হয়েছেন। তবে সনাতন ও ভারতের দাবি এ সংখ্যা আরও বেশি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।