Apan Desh | আপন দেশ

‘হাসিনা-তাপস পিলখানা হত্যাকাণ্ডে জড়িত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ১৭ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:৫৪, ১৭ আগস্ট ২০২৪

‘হাসিনা-তাপস পিলখানা হত্যাকাণ্ডে জড়িত’

ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহে পিলখানায় ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকে হত্যা করা হয়। এ হত্যার বিচারের দাবি জানিয়ে তিন দফা দাবি পেশ করেছেন নিহতদের স্বজনরা।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে তিনদফা দাবি জানান তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেককে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উল্লেখ করেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিবারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।
 
দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পায় বাঙালি, তেমনি শহীদ সেনাদের নামে ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারের দাবিও জানান স্বজনরা।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হত্যাযজ্ঞে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়