ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
পুলিশ সদরদফতরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন।
সদরদফতর জানায়, কোটা সংস্কার আন্দোলনে ৪ আগস্ট ১৪ জন পুলিশ সদস্য নিহত হন। পরদিন ৫ আগস্ট নিহত হয় আরো ২৪ পুলিশ সদস্য এবং বাকি পুলিশ সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার ২ জন, তিতাস থানার ২ জন, কচুয়া থানার ১ জন, বানিয়াচং থানার ১ জন, ঢাকা এসবির ১ জন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের ১ জন, ট্যুরিস্ট পুলিশ সদর দফতরের ১ জন, কুমিল্লা হাইওয়ে পুলিশের ১ জন, কসবা থানার ১ জন, খুলনা মহানগর পুলিশের ১ জন, গাজীপুর মহানগর পুলিশের ১ জন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।