Apan Desh | আপন দেশ

পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১৯ আগস্ট ২০২৪

পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৯ আগষ্ট) একটি রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাস করে। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। 

একই সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়