Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সে পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১৯ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:১৪, ১৯ আগস্ট ২০২৪

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সে পুলিশ বরখাস্ত

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরে পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত ছিলেন। 

সোমবার (১৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে মো. আরশাদ হোসেনকে বরখাস্ত করা হয়।
 
ডিএমপি জানায়, ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়।
 
ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়