ছবি: আপন দেশ
মুনিয়া হত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে জড়িত দাবি করে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে মুনিয়ার পরিবার। আদালতের প্রতি আস্থা রেখে আবারো আলোচিত মুনিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন নিহতের বড়বোন নুসরাত জাহান তানিয়া।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায়বিচারে বাধা দিয়েছিলেন বলে দাবি করেছেন নুসরাত তানিয়া।
২০২১ সালে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সকল তথ্য-প্রমাণ থাকার পরেও প্রধান অভিযুক্ত আনভীরের নাম এজাহার থেকে বাদ দিয়ে পুলিশ অসত্য প্রতিবেদন তৈরি করেছিল বলে অভিযোগ করেন তিনি।
মামলার তদন্তকারী কারা কারা ঘুষ নিয়ে মামলাকে প্রভাবিত করতে সহায়তা করেছে তাও খুঁজে বের করার আহ্বান জানান আইনজীবী। নির্বাহী আদেশের মাধ্যমে মামলা পুনঃতদন্তেরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
মুনিয়া ভুল করেছিল কিন্তু অন্যায় করেনি। তার হত্যার বিচার পেতে সবার সহযোগিতা চান বড়বোন তানিয়া।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে মুনিয়া একাই থাকতেন। তিনি একটি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। মৃত মুনিয়া কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজিরদিঘি এলাকার মৃত শফিকুর রহমানের মেয়ে।
এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ‘আত্মহত্যা’ প্ররোচনার অভিযোগে দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।