Apan Desh | আপন দেশ

সাবেক প্রতিমন্ত্রী তাজুল, মুখপাত্র সোহায়েল, আ.লীগ নেতা আহমদ, আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ২১ আগস্ট ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী তাজুল, মুখপাত্র সোহায়েল, আ.লীগ নেতা আহমদ, আটক

ফাইল ছবি

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন এবং র‍্যাবের সাবেক মুখপাত্র কমান্ডার এম সোহায়েলকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাতে ক্যাপ্টেন (অব.) তাজকে রাজধানীর গুলশান থেকে, আহমদ হোসেনকে বনশ্রী এবং সোহায়েলকে বনানী থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেয়া হয়েছে।

ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদেও ছিলেন।

গত সোমবার রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর মোহাম্মদ সোহায়েল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন।

আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়