ছবি: ফাইল ছবি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর অন্যান্য মন্ত্রী-এমপিদের মতো গা ঢাকা দেন তিনি। তবে সচল ছিল তার ফেসবুক পেজ। কিন্তু ১৫ আগস্টের পর আর কোনো পোস্ট দিতে দেখা যায়নি তার পেজ থেকে।
কারা চালাচ্ছেন মোহাম্মদ এ আরাফাত ফেসবুক পেজ- এমন অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, তার পেজের মোট পাঁচজন এডমিন। যেখানে চারজনের লোকেশন বাংলাদেশে এবং একজনের লোকেশন ভারতে দেখাচ্ছে। তা নিয়ে রহস্য দানা বাঁধছে। মোহাম্মদ এ আরাফাতের অবস্থান নিয়েও উঠেছে প্রশ্ন।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফেসবুক পেজের এডমিনদের অবস্থানের স্ক্রিনশট
তার ফেসবুক পেজে দেখা যায়, গত ৫ আগস্ট পর্যন্ত ওই পেজে নিয়মিত পোস্ট করা হচ্ছিলো। এরপর ৯ দিন কোনো পোস্ট করা হয়নি সাবেক এ তথ্য প্রতিমন্ত্রীর পেজ থেকে। গত ১৪ ও ১৫ আগস্ট পর পর দুইদিন দুটি পোস্ট করা হয়। তারপর আর কোনো পোস্ট করতে দেখা যায়নি তার পেজে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।