Apan Desh | আপন দেশ

এস আলমসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২৩ আগস্ট ২০২৪

এস আলমসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করল কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

রাজনৈতিক পটপরিবর্তনের পর আর্থিক খাতে ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার। নির্দেশনা পেয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট শাখাগুলো।  

গত ১৫ আগস্ট শেখ হাসিনা সরকারের আমলে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার বিতর্কিত শিল্পগ্রুপটির চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

এছাড়া তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা-ও জানাতে বলা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়