Apan Desh | আপন দেশ

বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ২৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:২৯, ২৮ আগস্ট ২০২৪

বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন

ফাইল ছবি

চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবারবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়। সেখানে মৃতের সংখ্যা ১২ জন। দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালীতে ৬ জন, চট্রগ্রামে ৫, কক্সবাজার জেলায় ৩ এবং ফেনীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।

এছাড়া, মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়