ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। একইসঙ্গে তারা জানিয়েছেন, এ অবস্থায় কোনো রোগী মারা গেলে দায় প্রশাসনের নিতে হবে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ।
চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আজ থেকে সব হাসপাতালে কমপ্লিট শাট ডাউন পালন করবে চিকিৎসকেরা। এমনকি ব্যাক্তিগত চেম্বারও বন্ধ রাখা হবে। এ অবস্থায় কোনো রোগী মারা গেলে তার দায় প্রশাসনের
এসময় ইন্টার্ন ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে চার দফা দবি দেয়া হয়। দাবিগুলো হলো-
১। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় অপরাধীদের গ্রেফতার ও বিচার।
২। ২৪ ঘন্টার মধ্যে ঢামেকসহ দেশের সব জেলা উপজেলা ও বিভাগীয় হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন ও অস্ত্রহাতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী রাখতে হবে।
৩। ভবিষ্যতে চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা দিতে ৭আত দিনের মধ্যে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে।
৪। দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।