ছবি: সংগৃহীত
কমপ্লিট শাটডাউন স্থগিত করেননি আন্দোলনরত চিকিৎসকরা। তবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলে এখনই হাসপাতালগুলোর জরুরি বিভাগ চালু করা হবে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করলেই কাজে ফিরবেন তারা।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সংবাদ সম্মেলনের এসব কথা জানান আন্দোলনরত চিকিৎসকরা।
তারা জানান, নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের ২৪ ঘণ্টার ভেতর গ্রেফতার করলে কর্মসূচি স্থগিত করা হবে।
এর আগে, সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল বলেন, গ্রেফতারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগসহ ইনডোরের গুরুত্বপূর্ণ বিভাগ চালু থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।