Apan Desh | আপন দেশ

স্পিকার পদ থেকে শিরীন শারমিনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪০, ২ সেপ্টেম্বর ২০২৪

স্পিকার পদ থেকে শিরীন শারমিনের পদত্যাগ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সোমবার (২ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে শিরীন শারমিন চৌধুরী স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্তি ঘোষণা করেন। সরকার পতনের ২৭ দিনের মাথায় শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করলেন। 

এদিকে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে গত ২৭ আগস্ট একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ আরও ১৭ জন অভিযুক্ত আছে। টিপু মুনশিকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। 

 

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়