ফাইল ছবি
পালিয়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশ ছেড়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার দেশ ছাড়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। তবে তিনি কোন পথে, কোন দেশে পালিয়েছেন তার সূত্র মিলেনি।
একটি সূত্র দাবি, গত শুক্রবার (৩০ আগস্ট) তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
এর আগে, ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১০ আগস্ট ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
এরইমধ্যে, গত ২৮ আগস্ট সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতির নামে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
আর ২৯ আগস্ট সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।