ছবি: সংগৃহীত
হত্যা মামলায় গ্রেফতার দিলীপ কুমার আগারওয়ালার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৭ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালত। এ মামলায় তিন দিনের রিমান্ডে পুলিশ, ডিবি ও সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ। রাজধানীর গুলশান থেকে ৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন বিএনপি কর্মী হৃদয় আহমেদ। এ ঘটনায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সহ-সম্পাদক শাহাদাত হোসেন বাদী হয়ে গত ২২ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।
দিলীপের বিরুদ্ধে বিদেশ থেকে সোনা ও হীরা পাচারের নামে অর্থ পাচার, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নত মানের কাচের টুকরো প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রি করে আসছিলেন তিনি। দুবাই ও সিঙ্গাপুরের সোনা চোরাচালান সিন্ডিকেট রয়েছে তার। ভারতের কলকাতায় তিনটি গহনার দোকান, ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করে তা পাচার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।