ছবি -আপন দেশ
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও থানা শ্রমিকদলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করেছে ছাত্র-জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নিতে জালালের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ আসেন। পরে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন।
এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।
শিক্ষার্থীরা জানান, ‘শ্রমিকদলের লোকজন চাঁদা নেয়ার জন্য এসেছে। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা করে। চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছি। খুব শিগগিরই সেই তালিকাটি সেনাবাহিনীর কাছে দেবো।’
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।