Apan Desh | আপন দেশ

এফবিসিসিআই প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৪

এফবিসিসিআই প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) ড. হাফিজুর রহমান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ড. নাজনীন কাউসার চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংস্থা) স্বাক্ষরিত আদেশটি গৃহীত হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন ২০২২ এর ধারা ১৭ এর অধীনে এই নিয়োগ করা হয়েছে। 

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাছাই কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে এবং মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নিযুক্ত পরিচালকের ১২০ দিন সময় ধরে দেয়া অয়েছে।

এদিকে, এফবিসিসিআই-এর সভাপতি মাহবুব আলম তার পদত্যাগপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর ইমেল করেছেন। তিনি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৩ সালের ২ আগস্ট ২০২৩-২৫ পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। 

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়