Apan Desh | আপন দেশ

শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৪

শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে: উপদেষ্টা আসিফ

ফাইল ছবি

দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে। একথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান আসিফ মাহমুদ।
 
উপদেষ্টা আসিফ আহমুদ বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।

শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে। সমাধানের উদ্যোগ নেয়া হবে। শ্রমিকদের সব দাবি একত্রিত করে, পর্যালোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়