Apan Desh | আপন দেশ

‘শহীদদের তালিকার পরই ম্মরণসভা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:১১, ১২ সেপ্টেম্বর ২০২৪

‘শহীদদের তালিকার পরই ম্মরণসভা’

ছবি : আপন দেশ

আগামী ১৪ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত ৭২৮ জনের তালিকা দিয়েছে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর ২০ হাজার ২৬৩ জন আহত হয়েছে। এখনো শহীদদের তালিকা তৈরির কাজ চলছে, সেহতু ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করব।

নাহিদ ইসলাম বলেন, এখনো পর্যন্ত আটশ জন শহীদের একটা তালিকা রয়েছে। সেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরি করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়ত পাবো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়