Apan Desh | আপন দেশ

পেঁয়াজ রফতানি শর্ত শিথিল করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

পেঁয়াজ রফতানি শর্ত শিথিল করল ভারত

ছবি: সংগৃহীত

ভারতের সরকার প্রতি মেট্রিক টন পেঁয়াজের ৫৫০ ডলারের ন্যূনতম রফতানি মূল্যের (এমইপি) শর্ত বাতিল করেছে। একই সঙ্গে গত মে মাসে পেঁয়াজের চালানের ওপর আরোপিত ৪০ শতাংশ রফতানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে বলে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ এখন ব্যবসায়ীদের পেঁয়াজ রফতানির ক্ষেত্রে যেকোনো মূল্যে বিক্রি করার অনুমতি দিয়েছে। মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এ সিদ্ধান্ত নেয়া হয়। যে কারণে পেঁয়াজ রফতানি বাড়বে এবং স্থানীয় কৃষকরা লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে।

অনাবৃষ্টির কারণে পেঁয়াজের অভ্যন্তরীণ সংকটের আশঙ্কায় গত ডিসেম্বরে ভারত রফতানি নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে কূটনৈতিক অনুরোধে কিছু চালান অনুমোদন দেয়া হয়। তবে উচ্চমূল্য থাকা সত্ত্বেও রফতানি বন্ধ থাকায় কৃষকরা অসন্তুষ্ট ছিলেন।

এখন সর্বনিম্ন রপ্তানিমূল্য তুলে দেয়ার ফলে ভারতীয় কৃষকরা তাদের পণ্য বিশ্ববাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন। দিল্লি যখন রফতানি শর্ত কঠোর করেছিল, তখন মহারাষ্ট্রের কৃষকরা বিক্ষোভ করেছিলেন, কিন্তু সরকার সে সময়ে রফতানি শর্ত শিথিল করতে চায়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়