Apan Desh | আপন দেশ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগিরই

ফাইল ছবি

মেট্রো রেলের বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে। এ ছাড়া শুক্রবার ছুটির দিনও মেট্রো রেল চলবে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুর রউফ।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়েছে আরও আগেই। আজও বন্ধের দিন স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করে দেখা হয়েছে। রোববার আমরা ফাইনাল ট্রায়াল করব। তারপরেই বলতে পারবো কবে থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চলবে।
 
মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন এমনটা জানিয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। মিরপুর-১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে।
 
মোহাম্মদ আব্দুর রউফ আরো বলেন, আমাদের মূল লক্ষ্য এ মাসের শেষের দিকেই দুটি স্টেশন খুলে দেয়া। তবে পূর্ণ যাত্রী সেবা না দিতে পারলেও, যাত্রীরা যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার চেষ্টা করব।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়