ছবি: সংগৃহীত
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যা হয়েছে। এর বিচার এমনভাবে হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ঢাকার চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে। অগ্রাধিকারে আছে রংপুরে সাঈদ হত্যার বিচার। উপরন্তু, প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হবে যাতে দেশে বা বিদেশে এ সম্পর্কে প্রশ্ন যেন না উঠে।
তাজুল ইসলাম বলেন, বিপ্লবের সময় অনেক মানুষ মারা যায়। অনেকে অঙ্গ হারিয়েছে। তাই তাদের কাছে জাতি দায়ী। বিচার দ্রুততর করার জন্য তদন্তকারী সংস্থা এবং প্রসিকিউটর অফিসে তথ্য আসা খুবই জরুরী। আমাদের তদন্তকারী সংস্থাকে এ অপরাধের তথ্য-উপাত্ত খুঁজে বের করতে হবে।
তাজুল ইসলাম আরও বলেন, সবাই দ্রুত গণবিপ্লবের প্রকৃতি হিসেবে দ্রুত বিচার দেখতে চায়। এ বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেটাও নিশ্চিত করতে চায় তারা। এখানে সমালোচনার কোনো অবকাশ নেই।
বিচার হওয়া সত্ত্বেও, বিশ্বের কেউ যেন বলতে না পারে। বিচারটি আগের মতো একটি অবৈধ পদ্ধতিতে পরিচালিত হয়েছে। সেজন্য এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠা করতে। ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠিত হলে কাজ আরও দ্রুত হবে, যোগ করেন চিফ প্রসিকিউটর।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।