জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টার ও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠক করেছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে আগামী ১০ বছরে এ ইউরো দিবে তারা। এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ অর্থের মধ্যে এ বছরের ১ কোটি ৫০ লাখ ইউরো রয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে পরিবেশ উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন।
উপদেষ্টা বলেন, এ সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু, নারী ও যুবকদেরও সম্পৃক্ত করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ে জার্মানির অব্যাহত সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।