Apan Desh | আপন দেশ

এক দিনে রাজধানীতে ট্রাফিকের ২৯২ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪

এক দিনে রাজধানীতে ট্রাফিকের ২৯২ মামলা

ফাইল ছবি

ডিএমপি-র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে একদিনে ২৯২টি মামলা করেছেন। সঙ্গে জরিমানা করেছে ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চালায়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।

ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনা রোধ এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকারিং করা হয়েছে বলেন জানান এডিসি মো. ওবায়দুর রহমান।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়