ফাইল ছবি
সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দ্যেশে দেয়া অভিভাষণে তিনি এ কথা জানান।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচারব্যবস্থাকে বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ বিচারবিভাগ মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল।
এ সময় প্রধান বিচারপতি প্রতিজ্ঞা করেন, নতুন বাংলাদেশে সততা, ন্যায়বিচার ও অধিকারবোধের বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, বিচারব্যবস্থার মূল লক্ষ্য হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। শাসকের আইন নয়। একটি ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া।
সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের বিষয়ে প্রধান বিচারপতি জানান, এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। শিগগিরই এ প্রস্তাব আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।