ফাইল ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে ৩ হাজার টন ইলিশের অনুমোদন দেয়া হয়েছে।
যোগ্য আবেদনকারীকে ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে(উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ সময়সীমার পরে প্রাপ্ত আবেদনগুলি বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সম্প্রতি ঘোষণা করা হয়েছিল এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ দেয়া হবে না। এমতাবস্থায় ভারত বাংলাদেশকে ইলিশ পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছিল।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, গত পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনকে একই রীতি মেনে ভারতে ইলিশ পাঠাতে অনুরোধ করেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।